দূষণ( প্রম্পট ১)
দূষণ( প্রম্পট ১)


চারিদিকে ছড়িয়ে আছে নোংরা , আবর্জনা। এত দূষণ! মাটি দেখা যায় না । নদীতে প্লাস্টিক, আর বর্জ্য। বাতাসে বিষাক্ত গ্যাস।যেদিকে তাকানো যায় শুধু প্লাস্টিক আর শুধু প্লাস্টিক। অনেক গবেষণা, অনেক গভীর আলোচনা , অনেক সিদ্ধান্ত , অনেক প্রচার! কিন্তু না! কোনো ভাবেই কি বন্ধ করা যায় না এই ভয়ানক দূষণ!!! যতদূর চোখ যায় শুধু আবর্জনার চাঁদর! এই বিষাক্ত চাদর তুলতে পারে এমন সাধ্য কি কারুর হবে না কোনদিন! সবাই একত্রিত হয়ে ও কি পারবো না , এই অসাধ্য সাধন করতে!!!!