STORYMIRROR

Soudamini Shampa

Abstract Classics Inspirational

4  

Soudamini Shampa

Abstract Classics Inspirational

দুঃখ দুঃখ সুখ

দুঃখ দুঃখ সুখ

2 mins
216

আমি ভীষণ ক্ষমতা লোভী। সব সময়েই নিয়ন্ত্রনে রাখতে চাই সব কিছু। সব সময়ে চাই বশে থাকুক সব। বহুদিন ধরে অভ্যাস, অনুশীলনের পরে কিছুটা হলেও সামলাতে পেরেছি কিছু কিছু।

 আমাদের সব্বাকেই হতে হবে দমনপ্রিয়,নিয়ন্ত্রনকারী। তবেই আসল মোক্ষ প্রাপ্তি! জীবনে আমাদের প্রথমেই নিয়ন্ত্রন করতে হবে এই 'আমি'টাকে। জানতে হবে তার পছন্দ, অপছন্দ, ভালোলাগা, মন্দলাগাগুলোকে। জানতে হবে, আসলে সে কী চায়? তার কিসে শান্তি, কিসে তৃপ্তি। আত্মজ্ঞান, অহম্ কে না জানলে কোনো কিছু জানারই আসলে কোনো মূল্য নেই! কিন্তু আমরা জানতে চাই সবকিছুই, আগাপাশতলা জরিপ করি দুনিয়ার সবটাই, কিন্তু কখনো নিজেকে জানতে চাই না, নিজের ভেতরকার আমি কী চায় , তাই জানতে পারি না। সব সময় এক অস্থিরতা আমাদের ছুটিয়ে নিয়ে বেড়ায় এ প্রান্ত থেকে ও প্রান্ত! স্থির হতে দেয় না, থিতু হতে দেয় না। 

 আবার কখনো কখনো হারিয়ে ফেলি নিয়ন্ত্রন। রাগের বশে ভেঙে ফেলি মন, সম্পর্ক। বলে ফেলি নানান কটু কথা! লোভের বশে চাই তাই, যা চাওয়া বা পাওয়ার আমার কোনো অধিকার নেই। হয়তো তার প্রয়োজনও নেই কোনো। তবু চাই! না পেলেই শুরু হয় অস্বস্তি, ভেতরে ভেতরে জমতে থাকে ক্ষোভ, অপ্রাপ্তির জঞ্জাল। কিন্তু সেই মুহূর্তে আমরা জঞ্জাল দূর করে নিজেদের ভেতরের ময়লা পরিষ্কার করতে চাই না। বরং আরো বেশি ঘেঁটে ঘেঁটে সেই নোংরা ছড়িয়ে ফেলি নিজের মনের সব কোণে! যখন অপরের উপর রাগে ফেটে পড়ি, তাতে সেই ব্যক্তির কিছুই হয় তো যায় আসে না, কিন্তু ভেতর ভেতরে জ্বলতে থাকি আমরা! 

কামের বশবর্তী হয়ে কখনো কখনো নিজেকে পেতে দিই এক অযোগ্য ব্যক্তির কাছে। ভুলে যাই সম মনস্কতা ছাড়া কোনো সম্পর্কই সত্যিকারের নয় বরং পুরোটাই যান্ত্রিক হয়ে দাঁড়ায়। যখন টনক নড়ে, অনুশোচনায় মুষড়ে পড়ি, দাপাতে থাকি যন্ত্রনায়! কিন্তু ততদিনে যা হবার হয়ে গেছে। নিজেকে দুষতে দুষতে, সেই দুষ্ট ক্ষত তখন ক্যানসার। 

 এমনকি হরমোনের প্রভাবে মন যখন টালামাটাল, কৈশোর বা যৌবনে।তখন চাই এমন কাউকে যে আমার হবে! এখানে করা একমুহুর্তের ভুলেই, বেসামাল পা ফেলায় টলোমলো সারাটা জীবন! যার ক্রিয়ার প্রতিক্রিয়া নিউটনের থার্ড ল মানে না মোটেই! কিছুদিনের কর্মের ফল হয় সুদূর প্রসারী ও তীব্র যন্ত্রনাদায়ক। এমনকি আগলে রাখতে পারি না আমাদের ভাবনাকেও। সব চেয়ে দ্রুতগতির এই চিন্তাযানে চড়ে চলে যাই এমন ইউটোপিয়ার জগতে যেখানে সুখের চেয়ে অসুখ বেশি, শান্তির চেয়ে অশান্তি। আসলে এই তীব্র জ্বলনে যে দুঃখ দুঃখ সুখ, তা আমাদের স্পেশাল ভাবতে শেখায়। কিন্তু বেরোতেও চাই, আবার চাই ও না।

 এর পেছনে দায়ী আমরাই। অথচ কখনো দোষ দিই ভাগ্যকে, কখনো ভগবান বা পারিপার্শ্বিককে অথবা কোনো মানুষ। নিজের কাছেই নিজের ইমেজ বাঁচাতে খেলতে থাকি সবচেয়ে আদিম খেলা,ব্লেম গেম।

  কিন্তু যদি মানুষ এই সব কিছু নিয়ন্ত্রন করতে পারতো, যদি ক্ষমতা পেতো নিজের মনকে শাসনে রাখতে, যদি দক্ষ শাসক হতো নিজের রিপুর, জানতো আমার আমিকে , তবে হয়তো সব সমস্যার সমাধান হতো নিমেষেই। কিন্তু আমরা জানি না,বুঝি না, বা জানতে বুঝতে চাই ও না, আসলে এই মায়ার খেলাতেই আমাদের দুঃখ দুঃখ সুখ!


©® শম্পা সাহা


Rate this content
Log in

Similar bengali story from Abstract