STORYMIRROR

Soudamini Shampa

Abstract Inspirational Others

3  

Soudamini Shampa

Abstract Inspirational Others

আমার স্বাধীনতা

আমার স্বাধীনতা

1 min
215

আমার ডি.পি আমি চেঞ্জ করবো না! কারণ যে দিন আমাকে আমার জাতীয়তাবোধ শো অফ করতে হবে, জানবো সেদিন আসলে আমি ততটা জাতীয়তাবাদী নই। আমি সিনেমা হলে জাতীয় সঙ্গীত হলে পুরো সময় দাঁড়িয়ে থাকি, আমি স্কুলে জাতীয় সঙ্গীত হলে গলা মিলিয়ে গাই। না কেউ বলে না, বাধ্য করে না, কিন্তু ভেতর থেকেই আসে। আমার দেশ সম্পর্কে বলতে গেলে গর্বিত হই, আমি স্কুলে যে বেতন পাই তার বিনিময়ে একশ শতাংশ সৎ হয়ে কাজটা করার চেষ্টা করি, আমি সব ক্ষেত্রে ট্যাক্স দিই, কেউ সমস্যায় পড়লে সাহায্য করবার চেষ্টা করি, আমার বাড়িতে আলমারী খুঁজলে সংসার চালানোর হাজার তিনেক টাকার বেশি এই মুহূর্তে কেউ পাবে না। আমি জাতীয় পতাকাকে সম্মান জানাই মাথা নিচু করে বুকে হাত দিয়ে, ছাত্রছাত্রীদের আদর্শ আর মূল্যবোধের শিক্ষা দেবার চেষ্টা করি যাতে তারা সুনাগরিক হয়ে ওঠে। আমি জাতিভেদ মানি না, আমি ধর্মভেদ মানি না, আমার স্কুলে যিনি দরোজায় দাঁড়ান তার পায়ে হাত দিয়ে প্রণাম করি রাখী পরানোর পর যেমন করি আমাদের যে কোন সিনিয়র শিক্ষিকাকে। আমার ছাত্রছাত্রীদের বোঝাতে চেষ্টা করি, তারা যে স্বাধীনতা ভোগ করছে তা কারো উপহার নয় ,বহু মানুষের জীবনের বিনিময়ে ছিনিয়ে আনা অধিকার।

 এরপরেও যদি আমাকে আমার ডি.পি বদল করে আমার জাতীয়তাবোধ প্রমাণ দিতে হয় তাহলে তো স্বাধীনতাকেই প্রশ্ন করা হয়! তাই নয় কি?



Rate this content
Log in

Similar bengali story from Abstract