STORYMIRROR

Soudamini Shampa

Abstract Romance Classics

4  

Soudamini Shampa

Abstract Romance Classics

দোহাই তোমার

দোহাই তোমার

1 min
285

দোহাই তোমার

সৌদামিনী শম্পা 


বলে যেও ,চলে যাওয়ার আগে!

শেষবারের মত তোমার ঠোঁটের তিলে ঠোঁট ছোঁয়াই।

তোমার বুকের ভাঁজে যে স্মৃতির তেল, ঘাম, আতরী খোসবাই লেগে আছে,

তাকে ভরে নিই আমার মস্তিষ্কের কোরকে কোরকে!

জিভে লেগে থাক নোনতা বাষ্পরা,

চোখে রঙীন স্বপ্ন স্বপ্ন রাতের দেওয়া নেওয়া।

কপালের ধার বেয়ে ঘামে ভেজা চুলের গোছারা লেপটে আছে মনের আনাচে কানাচে।

তারা ওভাবেই থাক!

এই ভাঙা চার দেওয়ালে তোমার হাতের ছাপ, শাড়ির খসখস, চুড়ির রিণরিণ রেখে শুধু তুমি চলে যাও।

এগুলো নিয়ে যেও না দোহাই তোমার।

এগুলো যে তুমি আমাকে দিয়েছিলে! মনে আছে?


©®


Rate this content
Log in

Similar bengali story from Abstract