দিনলিপির আসর ( যন্ত্রণা )
দিনলিপির আসর ( যন্ত্রণা )
সহস্র যাতনার মাঝেও কিছু সুখ লুকিয়ে থাকে যা আমাদের খুব সহজে দৃষ্টিগোচর হয় না | মুখ ফুলিয়ে কাঁদার অধিকারটাও বয়স বাড়ার সাথে সাথে কেউ ছিনিয়ে নেয় | অধিকার বলতে শুধু পড়ে থাকে কেবল দায়িত্ব আর দায়িত্ব | সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব, ভালো ব্যবহার করে চলবার দায়িত্ব, পরিবার ও সংসার বাঁচানোর দায়িত্ব, আরও কত কি!
মাঝে মাঝে প্রচন্ড মাথা যন্ত্রণা করে | মনে হয় মাথার শিরা - উপশিরা ছিঁড়ে যাবে | শিরাগুলো দপদপ করে | কখনও ভাবি হয়ত মাইগ্রেন আছে, আবার আপনা হতেই ভাবনা আসে টিউমার নয়তো! কিন্তু এসব কিছুই নয়! এই ব্যাথা, মাথা নামক একটি প্রেসার কুকারের বাজতে থাকা শিস শব্দটির মত!
