শুভ চক্রবর্তী

Abstract Fantasy

2  

শুভ চক্রবর্তী

Abstract Fantasy

দিনলিপির আসর (প্রিয়জন )

দিনলিপির আসর (প্রিয়জন )

1 min
120


কোনো প্রিয়জনের শরীরের অসুস্থতা আমায় বড় বিচলিত করে তোলে | মনে কতই না আশঙ্কা জন্মায় | মনে হয় খুব করে তার সাথে সময় কাটাই | তার পছন্দের জিনিসগুলি তার কাছে এনে দিই |


অর্থ, ভৌতিক সুখে আমার কোনোদিন বিশ্বাস নেই | হয়ত মহাকালের ভক্ত বলে | এর জন্যে কম কথাও শুনতে হয় না | কতজনের কত পরামর্শ!


কবিতার বুকে মাথা রাখি আমি | প্রানোচ্ছল সুখ চাই |

ভোগ নয়, চাই শান্তি | অমূল্য জীবন্ত জীবনের প্রাণ হতে চাই |




Rate this content
Log in

Similar bengali story from Abstract