দিনলিপির আসর ( ম্যাচুরিটি )
দিনলিপির আসর ( ম্যাচুরিটি )
চঞ্চলতা খুব একটা মধুর জিনিস নয় | লোকে বলে.... ওহ! থুড়ি! সমাজে বলে তুমি বড় বাঁচাল! আবার সত্য কথা বললে, বলবে তুমি বড্ড ' ইম্মাচিউর '! বড়ই অদ্ভুত এ সমাজ!
জীবনের প্রতিটা মুহূর্ত যদি সমাজের মত করে চলা যায়, তবেই তুমি ভালো, নতুবা, তোমার কোনো 'স্টেটাস' নেই ভায়া! আজব সমাজের আজব চিন্তাধারা!
অন্যদিকে, সবার মন জুগিয়ে চলাটাও ম্যাচুরিটির মধ্যে পড়ে! জানিনা, আমার জন্য কতটা এই মিথ্যা খাটে, তবে আমার এই ম্যাচুরিটির প্রয়োজন নেই!
