শুভ চক্রবর্তী

Abstract Others

2  

শুভ চক্রবর্তী

Abstract Others

দিনলিপির আসর(মিষ্টির দোকান)৮ম

দিনলিপির আসর(মিষ্টির দোকান)৮ম

1 min
117



রোজ রাতে খাবারের শেষে মিষ্টি খাওয়াটা, একটা বদভ্যাসের মত | আমার দিদি এর জন্যে কম বকা দেন নি | অবশ্য দেওয়ার কারণও ছিল | আমার মায়ের ডায়াবেটিস ছিল | সুতরাং, জিনগত দিক থেকে মায়ের থেকে ছেলের সুগারের লেভেল বেড়ে যাওয়াটা একপ্রকার স্বাভাবিক |


আজকে ক্ষীরকদম মিষ্টির অর্ধেক কামড় দিতেই, নিজের অজান্তে একটি প্লাস্টিকের ছোট টুকরো মুখে ঢুকে গেল | আমি তো অবাক! এ আবার কি! মিষ্টির ভিতর প্লাস্টিক?


তবে এটা প্রথমবার নয় | অতীতে যতবার খেতে বসেছি এমন কোনো দিন যায়নি, যেদিন খাবারের সাথে আমি চুল ফ্রি পাইনি | চুল অবধি ঠিক আছে, কিন্তু, তা বলে প্লাস্টিক?


কিছুমাস আগে একটি ঘটনা খবরের চ্যানেলে দেখে অবাক হই | খবরটা এইরকম, একটি মিষ্টির দোকানে একটি কোল্ড ড্রিঙ্কস খেয়ে মৃত্যু | তদন্তে জানা যায়, কোল্ড ড্রিঙ্কসের ডেট এক্সপায়ার্ড হয়ে গিয়েছিল |


ক্রমশ.. .



Rate this content
Log in

Similar bengali story from Abstract