শুভ চক্রবর্তী

Abstract Horror Classics

4.2  

শুভ চক্রবর্তী

Abstract Horror Classics

দিনলিপির আসর(গতরাতের ঘুম)৭মদিন

দিনলিপির আসর(গতরাতের ঘুম)৭মদিন

2 mins
324



কালমাঝ রাতের একটি ঘটনা বলি | কিছুদিন আগে আমি কোভিডে আক্রান্ত হই | সৌভাগ্যক্রমে বেঁচে আছি ঠিকই, কিন্তু, শরীরের কর্ম ক্ষমতা হ্রাস পেয়েছে | শরীরের মধ্যে নানা রোগের উপসর্গ বেড়েছে | কিছুদিন ধরে লক্ষ্য করছি, গায়ের চামড়ায় ৱ্যাস বেরোচ্ছে | খানিকটা ঘামাচি বা ফুসকুড়ির মত, মেডিসিন ডক্টর ত্বক বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়ে কিছু ওষুধ লিখে দিয়েছিলেন | ওষুধ নেবার পর ভাগ্যক্রমে সেই জ্বালা থেকে রেহাই পাই |


আমার আরও একটি রোগ আছে | ডাক্তারি ভাষায় যাকে বলে স্লিপ প্যারালাসিস | অনেকের অনেক মন্তব্য আছে এই বিষয়টিকে নিয়ে | যেমন অনেকে ভাবেন, এই বিষয়টি অতিলৌকিক | যেন কোনো ভূত বুকের উপর চেপে বসে মানুষটিকে কিছু মুহূর্তের জন্যে মৃত্যু যন্ত্রনা উপলব্ধি করায় | আমার এই কথা বা যুক্তিতে খানিকটা হলেও বিশ্বাস আছে | অর্থাৎ, আপনারা ভেবে নিতেই পারেন, যে আমি ভূতে বিশ্বাস রাখি |


এই পৃথিবীতে পসিটিভ এনার্জি যেমন আছে, ঠিক তেমনিই রয়েছে কিছু নেগেটিভ এনার্জিও | যা সেরকমভাবে কারো ক্ষতি না করলেও মনে ভয়ের বাসা বাঁধানোয় সাহায্য করে |


গতরাতে ঘুমের মধ্যে আবার অনুভব করলাম, যেন কেউ বুকের উপর বসে আছে | না পারি চোখের পাতা খুলতে, আর না পারি হাত ও পা নাড়াতে | মুখ খুলে চেঁচাতেও আমি অক্ষম হই | ২ মিনিট পর সেই মৃত্যুযন্ত্রণা যখন থামলো, হুড়মুড় করে উঠে জলের বোতলটা হাতে নিতে গিয়ে মাটিতে পড়ে গেল | আলো জ্বাললাম | তামার বোতল, তাই খানিক তুবড়ে গেল | ভালো করে খুঁটিয়ে দেখার পর তবে নিশ্চিত হলাম, যে সাড়ে সাতশো টাকা দামের এই বোতল ভেঙে যে যায় নি এই আমার ভাগ্য ভালো!


অনেকে বলেন এটি নাকি একটা রোগ | কি জানি বাবা, হতেও পারে!


ক্রমশ.........


Rate this content
Log in

Similar bengali story from Abstract