STORYMIRROR

Suva Chakraborty [ অগ্নিদ ]

Abstract Fantasy

2  

Suva Chakraborty [ অগ্নিদ ]

Abstract Fantasy

দিনলিপির আসর ( গাছের ডাল )

দিনলিপির আসর ( গাছের ডাল )

1 min
145

আজ আর কিছু লিখতে ইচ্ছে করছে না | সারাটাদিন নিজের সখ পূরণ করতে করতে হাঁপিয়ে গেছি | লেখা ছাড়াও আমার সখ বলতে ঐ গেম খেলা আর গল্পে বাচিক অভিনয় করা |


আজ সারাটাদিন রবীন্দ্রনাথ ঠাকুরের মাস্টার গল্পটাতে নিজের কণ্ঠে অভিনয় করতে করতে লেখার মত সময় আর পাইনি | তবু, একটি ঘটনা না লিখলেই নয় | বেলা পেরিয়ে সময় যখন দুপুর তিনটে, একটা খুট শব্দে জানালার দিকে তাকালাম | জানালাটা ভেজানো | বৃষ্টির জন্যে বন্ধ রেখেছিলাম | দেখি, একটি চড়ুই পাখি এসে কাঁচের জানালায় টোকা মারছে |


আমি জানালাটা খুলে দিতেই পাখিটা ঘরে প্রবেশ করল | চট করে উঠে পাখাটা বন্ধ করলাম | পাখার ব্লেডে একবার ধাক্কা লাগলে মৃত্যু অবধারিত |


পাখিটা আমার শোকেসের উপর বসল | তারপর ' চু চু ' শব্দ করতে করতে ঘরের দরজা দিয়ে বেরিয়ে আবার সেই একস্থানে এসে একইভাবে বসে রইল | আমিও ওর দেখাদেখি ' চু চু ' শব্দ করতে লাগলাম |


পাখিটা আমার গলার আওয়াজ শুনে জানালা দিয়ে পালিয়ে গেল |


প্রায় পাঁচ মিনিট পর গাছের একটি সরু ডাল মুখে করে নিয়ে এসে জানালার সামনে ফেলে দিয়ে আবার উড়ে চলে গেল | আর ফিরে এল না!


গাছের সরু ডালটা, আমি উপহার মনে করে আমার শোকেসের উপর রেখে দিলাম |


ক্রমশ...


Rate this content
Log in

Similar bengali story from Abstract