শুভ চক্রবর্তী

Abstract Fantasy

3  

শুভ চক্রবর্তী

Abstract Fantasy

দিনলিপির আসর ( দৈনন্দিন )

দিনলিপির আসর ( দৈনন্দিন )

1 min
265


হেডফোনে গান শুনতে শুনতে ও ওয়েবসিরিস দেখতে দেখতে কানটা খারাপ হবার উপক্রম হল | হেডফোনের চাপে কানের হাড়ে ব্যাথা করতে লাগলো |


দেখা শেষ হলে কানটাকে বিশ্রাম দেবার জন্যে একটু শুলাম | জানালাটা খুলতেই দমকা বাতাসের দল ঘরে প্রবেশ করল | পাঁচ মিনিট পর উঠে কম্পিউটার টা অফ করে আবার এসে শুয়ে পড়লাম |


কখন যে চোখটা লেগে গেছিল খেয়াল নেই | উঠলাম যখন দেখি সন্ধ্যে হয়ে গেছে | পাশের ঘর থেকে সিরিয়ালের আওয়াজ আসছে খুব ক্ষীণ |


জামাটা গলিয়ে নিয়ে একটু বেরিয়ে পরলাম | মুখে মাস্কটা নিতে অবশ্য ভুলি নি |


দুটো বিস্কুটের প্যাকেট সাথে করে নিয়ে ঘরে ঢুকতেই বাবা বলল, একটু খৈনিটা এনে দিবি!


অগত্যা আর কি! বাইরে আবার বেরোতেই হল খৈনির খোঁজে!



Rate this content
Log in

Similar bengali story from Abstract