শুভ চক্রবর্তী

Abstract Others

3.5  

শুভ চক্রবর্তী

Abstract Others

দিনলিপির আসর ( ভূত ও ভয় )

দিনলিপির আসর ( ভূত ও ভয় )

1 min
137


ভূতের গল্পে অনেকে ভীষণ ভয় পান | শুনতে, পড়তে আবার কখনও ভূতের নাম শুনতেও অনেকে ভয় পান | সত্যি বলতে আমিও যে ভয় একদম পাই না, তা সম্পূর্ণ মিথ্যে | ভূতে যখন বিশ্বাস রাখি, তখন ভয় পাওয়াটাও স্বাভাবিক |


আমি বিশ্বাস রাখি, পসিটিভ এনার্জি আর নেগেটিভ এনার্জিতে | দুটোর অস্তিত্ব এই পৃথিবীতে বর্তমান | তবে কিছু ভুল ধারণা আমাদের মনে রয়ে আছে, যা কখনও কোনোদিন বদলানো সম্ভব নয় |


গত রাতে যখন স্বপ্ন জগতে আমি পথ হাতরাচ্ছি, হঠাৎ করে একটি শব্দে ঘুমটা ভেঙে গেল | ঘুমজড়ানো চোখে দরজার দিকে তাকালাম | আমি অন্ধকার ঘরে শুতে বেশ স্বছন্দ বোধ করি | সেই অন্ধকারে স্পষ্ট বা অস্পষ্ট কাউকে দেখতে না পেলেও বেশ বুঝলাম ও অনুভব করলাম, ওখানে কেউ দাঁড়িয়ে আছে |


আমি ভয়ে বিশ্বাস রাখি | মনে করি, ভয় মানুষকে মেরে ফেলে | ভূত ক্ষতি না করলেও, ভয় যে ক্ষতি করবেই, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই |


আমি পাশ ফিরে পাশ বালিশকে আঁকড়ে ধরে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম | ঘুম জড়ানো চোখে ঘুম আসতে বেশি দেরিও হল না |



Rate this content
Log in

Similar bengali story from Abstract