STORYMIRROR

Atrayee Sarkar

Comedy

3  

Atrayee Sarkar

Comedy

ধংস

ধংস

2 mins
215

তুই হচ্ছিস সবচেয়ে বড় শয়তান। মহিশুরের রূপ পাল্টে তুই অন্য একটা রূপ নিয়ে এসেছিস আবারও পৃথিবীকে ধংস করতে। আবারও আমি তোকে শেষ করে দেব। দশটা হাতে আমার,, দশখানা অস্ত্র দাও। মেরে ফেলতে হবে ওকে আবার। 


--" আমাকে আর মারতে পারবে না। আমি শূণ্য রূপে ঘুরে বেড়াই এই পৃথিবীতে। শূণ্যকে অস্ত্র দিয়ে শেষ করা যায় না। হাঃ হাঃ হাঃ। "


--" করা যায় কিনা আমি দেখব। "


মহিশাশুরকে শেষ করতে পেরেছিলেন মা দূর্গা। এ কথা সবার জানা।


ত্রিশূলের বৈদ্যুতিক অগ্নি চতুর্দিকে ছড়াতে থাকল দূর্গা। আবারও রূপ পাল্টাতে লাগল অসুর। রূপ পাল্টাতে লাগল দূর্গাও। 

চক্র দিয়ে সকল শূণ্য রূপের অসুরকে ছিন্ন ভিন্ন করে দিল। বজ্র ছুড়ছিল মা দূর্গা। 


--" আর পারবি?? "


খরগ দিয়ে কেটে দিলেন, অসুরের গলা মা


--" কিরে চিত্রা,, উঠবি তো। সকাল ৯ টা বেজে গেছে জানিস?? কখন থেকে ডেকে যাচ্ছি তোকে। কানে কি কালা হয়ে গেছিস এবার??"

 


--" ডাকছিলে মা?? তা,,, ই??"


--" কি তাই তাই করছিস? চল ওঠ। চতুর্দিকে কি দেখছিস এরম ভাবে??"


--" না,, মা,, স্বপ্ন দেখছিলাম। খুব ভয়ংকর স্বপ্ন,,, তবে সত্যি হলে ভাল হয়।"


--" ওই রোজ রোজ তুই খালি উল্টো পাল্টা স্বপ্ন দেখিস। দেখবিই তো,, মোবাইলে নয় ফিল্ম দেখছিস নয় ফেসবুক। ওখানে যা দেখছিস,, তাই স্বপ্নে দেখছিস। চল ওঠ এবার। "


--" না গো মা,, স্বপ্নটা সত্যি হলে খুব ভাল হয়।"


--" কি স্বপ্ন দেখছিস??"


--" মা দূর্গা করোনা অসুর টাকে বধ করল তাঁর অস্ত্র দিয়ে।"


--" চল ওঠ পাগলী মেয়ে। করোনা অসুর নয়,, ভাইরাস। "


--" ওকে ওইভাবে শেষ করাই উচিত। শয়তান। মানুষের প্রাণ নিয়ে নিচ্ছে,, মানুষের জীবন নিয়ে খেলছে।


লাথি মারতে মারতে আমরা ওকে বের করে দেব। Get Lost"



Rate this content
Log in

Similar bengali story from Comedy