ধারাবাহিক-নিমাইয়ের সংসার পর্ব -৪
ধারাবাহিক-নিমাইয়ের সংসার পর্ব -৪
নিমাইয়ের সংসার-৪
পরের দিন বিয়ানে হ্যাতাগো মা ভাই ছোডগারে কোলে লই হাতে কুলা লই সাইল মাইগত বাড়াইছে। হিয়রা দুই ভাই পান্তা ভাত লবন দি মাখাই খাই জলদি জলদি করি বাড়াই গেছে কাম খুইজত বু্লি।যাতে করি মা ফিরি আইয়নের আইগদে হিয়রা বাড়িত ফিরি আইত ফারে। আইজ্যা হ্যাতারা গেল্ "নাগিনা'স সোয়িঙ মিল" এ। ভাগ্য খুইলছে হ্যাতাগো দুই ভাইয়ের।
মিলের সুপারভাইজারের পছন্দ হই যা দুই ভাইয়েরে।দুনোগার কাম জুডি যা। সয়িং মিলে লগ ঠেইলবার কাম। দুই ভাই কামেরলাই রাজি হইযার। মনের খুশিতে দুম্বাই বাড়িত আইয়ে।হাফাইত হাফাইত মা'রে জরাই ধরে। ক' মাগো একখান ভালা খবর আছে শুইনছ নি মাগো! আইজ্জা আনন্দের দিন,আমরা দুই ভাই কামের জোগাড় করি আইছি। কাইলকারতুন কামে যাঅন লাইগব। মাগো রাইতকা বেশি করি ভাত রাইনবা,বিয়ানে পান্তা খাই কামে যামু গই।
মা'র দুই চোখে দি নোনতা জলের ধার নামি আইয়ে আনন্দে।এই বয়েসের হোলা ছা মা'র সুখের লাই কাম ঠিক করি আইছে সংসারের হাল হাল ধইরবারলাই। বেশি করি ভাত রানদি থো।
বিয়ানে উডি দুইভাই পান্তা খাই কামে যা গই। সুপারভাইজার দুই ভাইয়েরে কাম শিখায় দ্যে। মনের আনন্দে হিয়রা কাম আরম্ভ করের। কষ্টের কাম,বহুত পরিশ্রম।মাথার ঘাম পা'ত ঝরি পড়ে।পত্থম বার এত্ত পরিশ্রম। দুই হাতের তাইলকার ছাল উডি যা।দিন ভর কাম করি বিকালে টিয়া (টাকা)লই বাড়িত আইয়ে। পঞ্চাশ-পঞ্চাশ( ৫০-৫০) গোডা একশ টাকা । টাকা আনি দুই ভাই মার হাতে দ্যে। মা ভাইবতে পারের না হ্যেতির বুকের ধনেরা মোডে এই কদিনে ক্যামনে করি এত্তবড় হই গ্যাছে। চোখের জল গরম জল নামি আইয়ে। দুই পোলারে জাপটাই ধরি কোপালে র মধ্যে চুমাই দ্যে। দুই হোলার অ' ছোখের জল নামি আইয়ে। আইজ্যা দুঃখের তুন আনন্দ বেশি। মা হোলার গো চোখের জল মুছাই দ্যে হোলারা মায়ের চোখের জল মুছাই দ্যে। এক্কেনা (খুব ছোট)কালু কিছু বুইজতাম হারেনা। বড্ডা বড্ডা ছোখ করি একবার দাদার গো দিকে সাই দ্যাখে একবার হ্যাতার মায়ের চোখের দিকে সাই দেখে।
