ঢাল
ঢাল
রান্নাঘর থেকে ছেলের পড়ার ঘরটা দেখা যায়। ছেলেকে অনেক্ষন ধরেই পড়া ছেড়ে দুস্টুমি করতে দেখে সোমা খুব রেগে গেলো। সামনে পরীক্ষা তাই ছেলেকে শাসন করতে ছুটে গেল। মা কে দূর থেকে আসতে দেখেই রিতম জোরে জোরে বলতে লাগলো "বাজে দৃশ্য দেখতে নেই, বাজে কথা শুনতে নেই আর বাজে কথা বলতেও নেই"। সোমা শুনে হেসে বললো "আমিও বাজে দৃশ্য দেখিনি র বাজে কথা বলবো না কারণ আমি ও জানি তুমি ওতা শুনবে না ।"