The Stamp Paper Scam, Real Story by Jayant Tinaikar, on Telgi's takedown & unveiling the scam of ₹30,000 Cr. READ NOW
The Stamp Paper Scam, Real Story by Jayant Tinaikar, on Telgi's takedown & unveiling the scam of ₹30,000 Cr. READ NOW

AYAN DEY

Horror Tragedy

3  

AYAN DEY

Horror Tragedy

ডাউন গেদে লোকাল

ডাউন গেদে লোকাল

2 mins
182


শিয়ালদহ স্টেশনে ডাউন গেদে লোকাল সবে লাগলো । আমি দাঁড়িয়ে পাশের প্ল্যাটফর্মে কিছুক্ষণ পরের বর্ধমানগামী এক লোকালের জন্য । বেশী একটা লোকাল ট্রেনে যাই না । আজ অফিস করে সপ্তাহশেষে একটাও বাস পেলাম না বুক করার জন্য । তাই এই সিদ্ধান্ত । বেশ জোর বৃষ্টি হয়ে গেছে গেলো ঘন্টায় । কে জানে গাড়ি লেট করছে তার জন্য কি না ?গেদে থামার পর সব যাত্রী একে একে করে নামলো । হাল্কা ভীড়ের দিকে তাকিয়ে আছি হঠাৎ একটা কুকুরের শান্ত স্বর । যেন কাউকে খুঁজে বেড়াচ্ছে এক কামড়া থেকে অন্য কামড়ায় । ক্রমে পুরো ট্রেন খালি হওয়ার পর কুকুরটা অস্থির হয়ে উঠলো । কালো চাদর গায়ে একজন নামলো অবশেষে । শেষ কামড়া থেকে ওই ব্যক্তি নামার পরই উল্লাসে লাফাতে লাগলো কুকুরটা । দেখলাম লোকটা কুকুরের মাথায় হাত বুলোতে বুলোতে প্ল্যাটফর্মের ধার দিয়ে হেঁটে যাচ্ছে ।কুকুরটা " উ...হু " করে ডাকতেই স্টলটার সামনে লোকটা দাঁড়ালো । একটা বিস্কুটের প্যাকেট নিয়ে ছিঁড়ে ফেলে দিলো দোকানদার কুকুরটার সামনে । আমি খানিক ব্যবধানে দাঁড়ালেও দোকানদারের চেহারার ফ্যাকাসে রঙ দেখতে পেলাম ।


বিস্কুট শেষ করে লোকটার সাথে কুকুরটা চলতে লাগলো । প্ল্যাটফর্মের শেষপ্রান্ত অবধি ওরা চলে গেলো । লোকটাকে আর দেখতে পাচ্ছি না । কুকুরটা দেখলাম একটা বিশ্রী রকম চিৎকার করে আবার ফিরে আসছে ।আমি ওই স্টলটার দিকে এগিয়ে দোকানদারকে জানতে চাইলাম , " কী ব্যাপার দাদা ? এই ব্যাপারে আপনি কিছু জানেন নাকি ? খুব ভয় পেয়েছেন মনে হচ্ছে ? ওই লোকটা কে ছিলো ? "ভয়ের ছায়াতেই মুখ খুললো দোকানদার , " গত বছর শিয়ালদহ ঢোকার আগে ড্রাগসের দায়ে ধরা পড়বে বলে লোকটা প্ল্যাটফর্মের আগেই নেমে পড়ে । কিন্তু পাশের লাইনে তখন আরেকটা দুরপাল্লার ট্রেন ঢুকছিলো । স্পিড বেশী না হলেও দু পা আটকে যায় লাইনে । বেশ পায়ের উপর দিয়ে ... বাঁচেনি । শুনেছিলাম হাসপাতালে নিয়ে যাওয়ার পরই ... ওই কুকুরটার সাথে ওই লোকটা প্রতিদিনই ঘুরে বেড়াতো নামার পর । আদর করতো , খাওয়াতো লোকটা । আমার থেকেই বিস্কুট নিতো । আর কি বলবো দাদা ওই ঘটনার পর ... " সম্পূর্ণ হলো না কথা আমার ট্রেন ঢুকে পড়লো । " বুঝেছি দাদা । আপনি সাবধানে থাকবেন , চলি । "গোটা রাস্তা মনের অবস্থা কী ছিলো ... সেটা লিখলে আরেকটা গল্প হয়ে যাবে ।


Rate this content
Log in

Similar bengali story from Horror