চেনা মুখ অচেনা তথ্য
চেনা মুখ অচেনা তথ্য
ডিয়ার ডায়েরি,
সত্যি এই একুশ দিন লক ডাউন না হলে আমরা এক ঘরে বসবাস করা মানুষরাও ,একে অপরকে চিনতে পারতাম না এতো ভালো করে। আমার আজকের ভাবনায় আছে তাই সেই চেনা মুখ গুলোই, কিন্তু তার মধ্যে লুকিয়ে আছে এক অচেনা মনের মানুষরা.......
রোজ সকালে উঠে চা করা, ব্রেকফাস্ট বানানো, ছেলে বা মেয়ের স্কুল বা কলেজ, কর্তার অফিস, টিফিন। কর্মরতা হলে নিজেদের কাজ, নাহলে ঘরের টুকটাক কাজ। সেই একঘেয়ে জীবন। সবাই সারাদিন ব্যস্ত। ঘরে ফিরেও সারাদিনের কাজকর্মের পর আর কি এনার্জি থাকে একে অপরের সঙ্গে সময় কাটানোর। বা আপনজনকে সময় দেবার। এই লক ডাউনের মতো বিপত্তি না হলে জানতেই পারতাম না আমরা একে অপরের জন্য ই বাঁচি রোজ। কিন্তু সেটা ব্যস্ততার কারণে এতদিন বুঝতে পারতাম না। আসলে অবসরেই বোঝা যায় আপনজনের টান। ব্যস্ততা মানুষকে সেই শিক্ষা দিতে পারে না, যেটা নির্জনতা দিতে পারে।
এই লক ডাউনে আমরা আরও কিছু শিক্ষা পেয়েছি, যেগুলো হয়তো ঘরবন্দী না থাকলে কখনো জানতেই পারতাম না। আমরা বিদেশে বা বাইরে বেড়াতে না গিয়েও যে আমরা আমাদের ছুটি বেশ ভালোভাবেই উপভোগ করতে পারি ঘরে থেকেই। সেটাও আমরা এই ঘরবন্দী অবস্থায় বুঝতে পেরেছি।
আজকের অভিজ্ঞতা এতটুকুই।