Ignite the reading passion in kids this summer & "Make Reading Cool Again". Use CHILDREN40 to get exciting discounts on children's books.
Ignite the reading passion in kids this summer & "Make Reading Cool Again". Use CHILDREN40 to get exciting discounts on children's books.

Sucharita Das

Abstract Others

2  

Sucharita Das

Abstract Others

বর্ষ বরণের প্রাক্কালে

বর্ষ বরণের প্রাক্কালে

1 min
229


প্রিয় ডায়েরি,


প্রত্যেক বছর নববর্ষের অনেক আগে থেকেই আমাদের এখানে বর্ষ বরণের বিভিন্ন অনুষ্ঠানের জন্য রিহার্সাল হয়। আমি একটি বাঙালি অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত আছি যেহেতু। প্রত্যেকটি বাঙালি এবং অবাঙালি অনুষ্ঠান আমরা ভীষণভাবে সবাই উপভোগ করি। বসন্ত উৎসবও খুব আনন্দের সঙ্গে কিছুদিন আগে পালন করেছিলাম আমরা। এবছর পরিস্থিতির চাপে আমরা সবাই গৃহবন্দী, মন ভারাক্রান্ত। ভেবেছিলাম বাংলা বর্ষ বরণের আগে আমরা এই ভয়াবহ মহামারীর কবল থেকে রক্ষা পেয়ে যাবো। কিন্তু পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।


এক অজানা ভয় দেহ মনকে গ্ৰাস করে আছে সবার। এর থেকে মুক্তির উপায় জানা নেই আমাদের। পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলা ছাড়া বর্তমানে আমাদের আর কিছুই করণীয় নেই। সবকিছুই সময়ের হাতে ছেড়ে দেওয়া ছাড়া। এই ভয়াবহ পরিস্থিতি থেকে বেরোনোর পর নতুন করে কিছু ভাববার অবকাশ আসবে জীবনে। এখন তো সবাই নিজেদের জীবন রক্ষার তাগিদে ঘরবন্দী, অসহায়। বর্ষ বরণের সেই আনন্দ আজ আমাদের মনে অনুপস্থিত।এখন তো শুধুই অপেক্ষা সেই মহামারী মুক্ত বহু প্রতীক্ষিত নতুন ভোরের। আর এক সুন্দর আগামীর অপেক্ষায় দিন গোনা ।



Rate this content
Log in