বন্ধন
বন্ধন


লেখক জাতি চিরকালের জন্য তার কলমের কাছে স্বাধীন. নানান লেখায় শিল্পি তার কর্মে চাপ রেখে অমর হয়ে থাকেন.
জীবনের নানান সত্য অসত্য নিয়ে তার গল্প.
তেমনি অঙ্কন শিল্পী তার নানান আঁকার মধ্যে তার শিল্প কে জীবিত রাখে.
এই ভাবে আমাদের চোখে সামনে কিংবা আমাদের দৃষ্টিহীন চোখের সামনেই ঘটে যায় সব. আমরা তা অনেকে অর্থে গুরুত্ব দি না.
আমরা সবাই শিল্পী, তেমনি আমাদের প্রাণের এর অনেকটাই অংশ জুড়ে আছে আমাদের আহারাদি, তার সম্পূর্ণ রূপ দানে নানান বস্তুর মধ্যে অনেকটাই গুরুত্ব পায় মশলা নামক অতি প্রয়োজনীয় বস্তু. আমরা তার অস্বীকার করতে পারিনা. নারী জাতির জীবনের অনেকটাই অংশ এই জিনিস টার রূপ দিতে কেটে যায়. যেন তারা একই সুতোয় একে ওপরের সাথে বাঁধা পরে আছে.