দীর্ঘশ্বাস
দীর্ঘশ্বাস


আমারা মানব জাতি, জগৎ এর সর্বোচ্চ আসনে বসেও মাঝে মাঝে এমন কিছু কৃতকর্ম করি যার ক্ষতিপূরণ সিমাতিত হয়। ঈশ্বরের অনেক সৃষ্টির এক মহৎ সৃষ্টি মানুষ। কিন্তু তা মাঝে মাঝে সন্দেহ হতে বাধ্য হয়। আমাদের কুদৃষ্টির জন্য সমগ্ৰ জগৎ আজ সংকটের মুখে, অতি সাবধানহেতু সচেতনতা অবলম্বন জরুরি। আমাদের একত্রিত হয়ে আবারও জগৎকে সুন্দর করে গড়ে তোলা আবশ্যক , যেখানে কোনো মারাত্মক কিছুর অবয়ব নেই। ভালোলাগা ভ্রমণ স্থান গুলো কয়দিন আমাদের ছেড়ে থাকলে আমরাই ভালো থাকবো