PABITRA SINGHA ROY

Abstract Others

3.5  

PABITRA SINGHA ROY

Abstract Others

গুরুপ্রনাম

গুরুপ্রনাম

1 min
231


সূর্য প্রণাম দিয়েই শুরু হয় আমার সকাল. নানান ব্যস্ততায় ব্যাস্ত হয়েও কোনোদিনও আমাকে এই কর্ম থেকে কেউই বিরত রাখতে পারেনা. ছোটবেলায় প্রথম ভাষা শেখা প্রথম কথা বলা শেখা মায়ের কাছে. মা আমাকে কাছে টেনে কোলে বসিয়ে শেখাতেন সহজ পাঠের "ছোট খোকা বলে অ আ শেখে নি সে কথা কওয়া".সেই দিন গুলোর খুবই ক্ষুদ্র স্মৃতি আজও মনে পরে. সময়ের সাথে পা মিলিয়ে আজ যৌবনে এসেও তেঁনার নানান গল্প জীবনের গল্পের সাথে মিলে যায়. সংসার এর নানান পরিবর্তনশীলতার খুবই কাছ থেকে লক্ষ্য করতে শেখা সম্ভব কেবলি তেঁনার লেখার মাধ্যমে. ততকালীন বাঙ্গলী জাতিকে নিজেই নানান ব্যাঙ্গ করলেও তার লেখায় অনেক উচ্চপদে বিচরণ করে এই জাতি. হয়তো সময়ের সাথে মানুষের ও নানা পরিবর্তন হবে কিন্তু জীবনের মানে যতক্ষণ আছে ততক্ষন তিনি বর্তমান থাকবেন. সূর্যদেব এর আরেক নাম রবি তাই একই সাথে দুই মহান কে প্রণাম জানানো হয়ে যায় আমার অজান্তেই . মহান লেখক কে শত লক্ষ কোটি প্রণাম জানাই সকল মানব জাতির পক্ষ থেকে. 

"চঞ্চলা মনা আমরা তবু আপনাকে যাবনাতো ভুলে, থাকবে রবি আমাদেরই সকল হৃদয় জুড়ে "

       পবিত্র


Rate this content
Log in

Similar bengali story from Abstract