অদৃশ্য মৃত্যু
অদৃশ্য মৃত্যু


অদৃষ্টের নানান সৃষ্টির অন্যতম সৃষ্টি মানুষ. তিনি এক ভেবে তৈরি করেছিলেন কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের নানান খারাপ কিছু কর্মের মধ্যে দিয়ে খুবই বাজে দিকে পৃথিবী কে এগিয়ে নিয়ে যাচ্ছি. মানুষ নিজের স্বার্থে প্রতিনিয়ত একের পর এক উন্নতির চরম শিখরে পৌঁছানোর চেষ্টা করে চলেছে. তার জন্য জগতেকে নানান ক্ষতির সম্মুখীন করতে দুবার ভাবছে না. এক সদস্য কিন্তু প্রত্যেক খারাপের মধ্যেও অনে রবি অন্যতম পরিবেশ সংরক্ষণ দপ্তর এর এক সদস্য. নানান যুক্তিবুদ্ধি প্রয়োগ করে সে মানুষকে পথনাটিকার মাধ্যমে প্রতিনিয়ত ও সচেতন করে চলেছে. কিন্তু তার এই রকম অবস্থায় অনেকেই হেসে উড়িয়ে দিচ্ছে. একবার অত্যধিক দুশ্চিন্তত হয় নিজের ওপর নানান রকম ক্ষতিগ্রস্ত করতে থাকে সে. বোঝাতে চায় মানুষ যদি পরিবেশ এই ভাবে ধ্বংস করতে থাকে সে তবে নিজেকে শেষ করবে. কিন্তু কেউই তখন তার কথার কোন গুরুত্ব দেয় না একদিন সে মারা গেল হয়তো তার সাথেই জগতের সংরক্ষণও হারিয়ে গেল. আজ বর্তমান পৃথিবীতে নানান রকম দূষিত পদার্থ নানান রকম দূষিত গ্যাস তৈরি করে মানুষ মানুষেরই ক্ষতি করে চলেছে. কিন্তু হায়! কবে এরা বুঝবে, এরা ঠিক রাস্তায় হাঁটবে, আজও রবির আত্মার অজানা.