স্মাইলি
স্মাইলি
জীবনের প্রতি টা মোড়ে আমরা নানান সমস্যার মুখোমুখি হই.তবু আমাদের অভিনয় করারটা খুব জরুরী হয়ে পরে. নাহলে আমরা কষ্টের মধ্যে আছি দেখে কিছু মানুষ আরও সুযোগ খোঁজে আমাদের কিভাবে সমস্যার কালসলিলে ডুবিয়ে দেবার. কিন্তু অসম্ভব কষ্টের মধ্যে থেকেও কিছু টা বাঁচার প্রেরণা পাই যদি কাছের মানুষটার কাছ থেকে বিশাল কোনো উপহার পাই আর না পাই সামান্য একটা উপহার ও অনেকটা হাসির কারণ হতে পারে. যদি রক্তের বাইরে কোনো মানুষ আপন মানুষ হয়ে যায়. যে মানুষটা শুধুই তোমার ভালো, তোমার মঙ্গল চায়. জীবন সর্বদাই যে ভীষণ আনন্দের হবে তার কোনো মানে নেই. গোলাপ ফুলের কাছে আমরা শিখেছি "সুন্দর হয়ে ওঠার আগে নিজের বুকে কাঁটা স্থাপন করা আবশ্যক ". অট্টহাসি, আর মৃদু হাসি, দুইই জীবনে থাকাটা আবশ্যক তেমনি দুঃখ, চরমদুঃখ থাকাটা নিজেদের না চাওয়া তেই বর্তমান. সুখ দুঃখ মুদ্রার দুই পিঠ দুটোই বর্তমান. তাই শত সমস্যারয় থাকলেও কিছু কিছু ছোট্ট smiley ও অনেক বড়ো উপহারকে হার মানায়. কিন্তু কিছু নীতিবাচক কারণে তা স্বীকার করাটা হয়ে ওঠে না.