উড়ো কাগজ
উড়ো কাগজ


জীবন আকাঙ্খাময় সেটা বারংবার কবি বলেছেন. আমাদের জীবনের সাথে জড়িয়ে থাকা নানান ভালো স্মৃতি আমরা খুব সহজে ভুলে যাই. কিন্তু ভুলিনা কেবলি নানান বেদনার স্মৃতি যার বোঝা আমাদের প্রতিনিয়ত বয়ে বেড়াতে হয়. কিন্তু বেঁচে থাকতে গেলে অনেক অসহ্যকর ব্যাপার সহ্য পর্যায় ফেলে এগিয়ে যাওয়াই আমাদের কর্তব্য. গুরুগৃহে শিক্ষা দানের সময় আমাদের অনেক কিছু শেখান পুস্তকগত বিদ্যা, কিন্তু তা যে কেবলি বইয়ের পাতায় বন্দি তা মানা কিছু শ্রেণীর কাছে অসম্ভব.
শিশুকালের ন্যায় কিছু আচরণ ও আমাদের মাত্রাতিরিক্ত খুশির জোয়ার বয়ে আনে. তাই ছোটো শিশুরা যদি কাগজের উড়োজাহাজ ওড়ায় আকাশের দিকে তাকিয়ে আমরা মৃদু হাসি, মনে পরে কতই না মনোরম ছিল দিন গুলো. আমরাও একটু উড়িয়ে নি সময় পেলে. শিশু জীবন টা মাঝে মাঝে ফিরিয়ে আনবেন দেখবেন অসম্ভব শক্তির পূজারী আপনি..