বিফর মাই ডেথ
বিফর মাই ডেথ


বিদেশের মাটিতে আমি বন্দী
একটি ছোট্ট ঘরে।(Milan, Italy )
বাইরে খুব ঠান্ডা আর মৃত্যুর মিছিল।
মৃত্যু আমার ঘরের বাইরে দাঁড়িয়ে।
আর দেশে ফেরা হলো না।
বাবা,মা,ভাই, বোন,প্রিয় বন্ধুদের সাথে
আর দেখা দেখা হবে না।
আমি জানালা দিয়ে দেখছি ট্রাকে করে
মৃত দেহ গুলো নিয়ে যাচ্ছে ওরা।
আজ সত্যি খুব ঠান্ডা বাইরে, মেঘলা আকাশ
কেমন অচেনা সবকিছু
ভয়টা আর ও বারছে।
ঘরে আমি আর আমার কুকুর টা।
হঠাৎ মাথার উপর দিয়ে একটা হেলিকপ্টার উরেগেল।
ওরা প্সেনিস ভাষায় কি যেন বলছে
মাইকে করে। মনে হয় বলছে "সাবধান, সাবধান
আমরা খুব খারাপ সময় এর মধ্যে দিয়ে যাচ্ছি।
কেউ ঘরের বাইরে বেরবেন না।
ঘরের দরজা জানালা ভালো করে বন্ধ রাখুন।
এই এলাকার কোনো মানুষ নিরাপদ নয়।
এই এলাকার চারশত লোক গত চব্বিশ ঘন্টায়
প্রাণ হারিয়েছে।সাবধান, সাবধান।
হঠাৎ মনে হল টিভি টা খুলে বসি।
টিভি খুলতে ই দেখতে পেলাম সব চ্যানেল ঐ খবর।
D.Wnews এ Dr.Alesso perrone(Correspondet )
একটি সাক্ষাৎ কারএ
বলছেন তারা ঐ অবস্থা কে বলছেন " tsunami "
পৃথিবীর নানান যায়গা থেকে চিন,ভেনেজুয়েলা থেকে
ডাক্তার আসছে এখানে। আমি এখন আছি
Northern Milan এ। Cremona Hospital এখন কোনো
petient নিচ্ছেনা।