শেষ চিঠি
শেষ চিঠি
প্রিয় পূজা ,
আশা করি ভালো আছো।দেখতে দেখতে কত গুলো দিন কেটে
গেল তাই না। আমি যানি তোমার কাছে ক্ষমা চাওয়ায় অধিকার নেই। জীবনের সব ভুল গুলো আজ বিষাক্ত সাপের
মত আমাকে জরিয়ে ধরেছে। তাই চিঠির উওর এর আশা নেই
জেনে ও লিখতে বসলাম।জেলে আমার শরীর ভাল যাচ্ছেনা।
জেলের রুটি খেতে খেতে আমার পেটে আলশার হেয়ে গেছে।
সময় কাটানো খুব কষ্টের ব্যপার। তবে নিজের জন্য কষ্ট হয় না।
আমাকে বিয়ে না করলেই তুমি শুখি হতে। রাতে মশার কামড় এ
ঘুম হয় না। সারা রাত বসে থাকি। বিকেলে বাইরে ঘুরে বেরাই।
নিজের মনে মনে কথা বলি। আরাধ্যা যখন ইসকুল এ যাবে&nb
sp;
সবাই ওকে জিজ্ঞাসা করবেই ওর বাবা কোথায়?
কি বলবে ও?
আমি তোমাকে বারন করেছিলাম। হাইকোর্টে যাবার দরকার নেই। টাকা টা মেয়ের পরাশুনো র কাজে লাগত। তুমি শুনলে না।
আমার আর নিজের জন্য কিছু ভাবতে ইচ্ছে হয় না।যেকটা দিন
আর বেচে আছি এই ভাবেই কাটিয়ে দেব।
ইতি
তোমার সুভাষ