ভুল(প্রম্পট27)
ভুল(প্রম্পট27)
হাসপাতালের বেডে শুয়ে আছে রাজীব। মাথায় ব্যান্ডেজ , সারা শরীরে অসংখ্য আঘাতের চিন্হ। বাড়িতে বৃদ্ধ বাবা ,মা অপেক্ষায় আছে ছেলে ফেরার জন্য।
কালরাতে হাসপাতালে রোগী মৃত্যুর জন্য উত্তেজিত জনতার হাতে অমানুষিক মার খেতে হয়েছে তাকে। অথচ এই ঘটনায় তার কোনো দোষ ছিল না। একদম শেষ সময়ে হাসপাতালে নিয়ে আশা রোগীকে তখন বাচনোর আপ্রাণ চেষ্টা সে করেছিল । কিন্তু কেউ বুঝলো না, এই হিংসার কোনো শেষ নেই। প্রতিবাদ প্রতিরোধ কিছুই একে ধংস কিরতে পারবে না । কিন্ত ধ্বংস হয়ে যাবে ধীরে ধীরে কিছু করার উদ্যম।