Mampi Chatterjee

Abstract Others

4.0  

Mampi Chatterjee

Abstract Others

নানা রঙ

নানা রঙ

1 min
186


ছোট্ট তৃষা পাঁচ বছরের জন্মদিনে একটা গ্লোব উপহার পেয়েছে । অসীম কৌতূহল তার । সমস্ত পৃথিবীকে যেন সে আজ ছোট্ট দুটি হাতের নাগালে পেয়ে গেছে। সারাদিন সে খুব মন দিয়ে তাকিয়ে থাকে আর কি জানো ভাবে। একদিন বলছে "আচ্ছা সব জল ব্লু। আর দেশগুলো সব আলাদা আলাদা রং কোনো? কোনটা হলুদ , কোনটা সবুজ আবার কোনটা অন্য রঙের " আমি দূরে দাঁড়িয়ে ওর মনের জিজ্ঞাসা শুনলাম কিন্তু কাছে যাওয়ার সাহস পেলাম না । কারণ ছোট্ট মনে জেগে ওঠা কঠিন প্রশ্নের উত্তর যে আমার কাছে নেই।


Rate this content
Log in