ভালোবাসার রঙ
ভালোবাসার রঙ
জোৎস্না করেছে অভিযোগ
মন মরা আকাশ
ফেলছে দীর্ঘ শ্বাস,,,
হারিয়ে গেছে কোথায় ভালোবাসার রঙ।
কালও এ চোখে ছিলো
ভালোবাসার রঙে রাঙানো
কতো স্বপ্ন, কত আশা,
ভালোবাসা কিন্তু একটা নেশা।
সম্পর্ক ভাঙলে দেখি অভিযোগে ঠাসা।
ভালোবাসা বোধহয় একটা অভ্যাস,
ভগ্ন হৃদয় ভাগ্যের পরিহাস ।
ভালো বাসার রঙ ফিকে হতে ,
এখন শুধুই হা হুতাশ।
প্রকাশ্য কতো মিথ্যা করে বসবাস,
রুক্ষ পথে হাত ছেড়ে যাওয়া তুমি
তবুও আজো আছে অনুভবে ,
ভালো বাসার রঙ এখনো হয়নি ফিকে।
তুমি এখন স্পন্দন হয়ে স্পন্দিত হও এ বুকে।

