বেল ফুলের মালা
বেল ফুলের মালা
কয়েকটা দিন আগে ভুল করে একটা বেল ফুলের মালা এনে ছিলাম। আজ টেবিলেই রাখা আছে তবে মেঘ সাদা বেল ফুলের গায়ে বাদামি রঙের মরচে ধরেছে। ঘরটা বড়ো আগোছালো। ও কিন্তু ঘরটা আগে গুছিয়ে রাখতো। ওর সময় আগে চলে যেতো আমাদের যত্নআত্তি করতে। আমার মা ওকে খুব বকাঝকা করতো । ও চুল খোঁপা বাঁধে না বলে। যদিও এলোকেশী হয়ে ওকে বেশ ভালো লাগতো। আমি ওর জন্য বেল ফুলের মালা কিনে আনেছিলাম দুই একবার যাতে ওর খোঁপা গুঁজে দিতে পারি ফুলের মালাটা। কিন্তু আজ আর সেই সুযোগ কোথায়।
জানেন আমি এ কয়েকটা বছর বুঝতে চেষ্টা করেছি ওকি আমাকে ভালোবাসে না পুরোটাই ওর অভ্যাস।মেয়েদের অনুভুতি আসলে বোঝা বোধহয় শক্ত। আপনি থাকতে চাইলে তারা 'খোঁপা করা চুলের মতো' আপনাকে সুন্দরভাবে বেঁধেও রাখতে পারবে, আবার আপনি অবহেলা করলে তারা 'খোলা চুলের মতো' আপনাকে সুন্দরভাবে ছেড়েও দিতে পারবে। সেটা আমি উপলব্ধি করেছি।
নারী ততক্ষন-ই আপনার যতক্ষন সে রাগ করে।ঝগরা করে রাগ করে অভিমান করে অধিকার খাটায় বিরক্ত করে ভালোবেসে আদর যত্ন করে।
কিন্তু যখন আপনি তার আত্নসম্মানে আঘাত করবেন। ইগনোর করবেন ব্যস্ততা দেখাবেন অবহেলা করবেন। তখন যদি একবার নিজেকে গুটিয়ে নেয় আপনার সবকিছু থেকে সরিয়ে নেয় একবার মুখ ফিরিয়ে নেয় বিশ্বাস করেন হাজার বার চাইলেও আগের মানুষ টিকে পাবেন না। শুধু ছেড়ে চলে গেছে মন ভরে গেছে এই অপবাদ না দিয়ে চলে যাওয়ার কারন খুজুন নারী জাতি বড় অভিমানী। নারী জাতি সম্মানের জিনিস কারন সে আপনার মা আপনার স্ত্রী, আপনার বোন, আপনার সন্তানে মা।
কিন্তু যখন ওকে আমি ভালোবাসতে শুরু করলাম। তখনই কেন আমার থেকে ও দূরে সরে গেলো। আজ হয়তো ওর চোখের কোনায় লেগে থাকা চোখের জল বলে দেয়। আমি বড় দেড়ি করে ফেলেছি। তবে একটা দিন তো আমি ওকে অনেকটাই ভালোবেসেতে পেরেছি। সেটাই অনেক। আসলে আমি ওর সাথে দূরত্ব বজায় রাখতে চেয়েছিলাম কারণ ওর সাথে আমার বিয়েটা হয়েছিল হঠাৎই , কানাঘুষাতে শুনেছিলাম ও একটা ছেলেকে ভালবাসে কিন্তু জাঁদরেল বাবা কাকার জন্য ছেলেটিকে ও বিয়ে করতে পারেনি। ছেলেটি ভালো চাকরি বাকরি করতো না। তাই আমি ওকে তার আমানত হিসেবে রেখে দিয়েছিলাম, কখনো ওকে অসন্মান করি নি। তারপর উপযুক্ত সময় সুযোগ ওকে ছেলেটির সাথে ওকে দেখে করতে নিয়ে যাবো যখন তখনই জানতে পারলাম, ছেলেটি তাকে বদনাম করতেই ভালোবাসা গল্প রটনা করেছে। তবে ও আমাকে অভিমান করে একটা কথাই বলেছিলো
" আপানার থেকে ভালোবাসা পাবোনা জানি ,, কিন্তু আশ্রয় টুকু কেড়ে নিতে আমাকে মিথ্যা অপবাদ দিবেন না। আমি এমনিতেই চলে যাবো"
সেইদিন ছিলো জোৎস্না রাতে , ওর খোলা চুল ওকে অপূর্ব মায়াবী সুন্দরী লাগছিলো। গোটা বছরে ওকে ভালোবেসে ফেলেছিলাম বাবাবার । কিন্তু মনের সাথে লড়াই করে নিজেকে দূরে সরিয়ে রাখেছিলাম অনেক কষ্টে।আমি বড় ক্লান্ত হয়েছিলাম আমি তাই সেই দিন রাতে আশ্রয় খুঁজে ছিলাম ওর খোলা চুলের কাছে। আমার ভালবাসার সব নগ্নতা সেই দিন ও ঢেকেছিলো ওর খোলা চুলে।
বাস্তব বড় নিষ্ঠুর ওকে ভালোবাসার অধিকার দিলেও ভালোবাসে সুখের সংসার ভাসতে দিলো না। স্বপ্ন ছিলো ওকে নিয়ে মরুভূমির সূর্যাস্ত দেখবো রাতে সাগরে পারে বসে তারা গুনবো। কোন পাহাড়ে ঝর্ণার শব্দ শুনবো। কিন্তু ওকে ছেড়ে দিতে হবে জেনে বিদেশে চাকরি নিলাম। কিন্তু চাকুরী থেকে ফিরে এসে জীবনটা আমার বদলে গেলো।
পৃথিবীতে ২০০ ধরনের ক্যানসার আছে। সব কটা বংশগত নয়। খুব ভালো করে বিচার করলে দেখা যাবে ক্যান্সারগুলোর বিশাল অংশ আসলেই কোন ‘রোগ’ নয় বরং আপনার দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের প্রতি অবহেলার পুরস্কার! বরং বলতে পারেন, আপনি নিজের অযত্ন করেছেন, সেটা ক্যান্সারে পরিনত করেছেন। ও আমার অবহেলা প্রতিশোধ নিতে সেটাই করে ছিলাম। আজ ওর চোখে জল বলে দেয়। ও বেল ফুলের মালা ভালো বাসা পেয়ে মাথা থাকতে চায়, অবহেলা সহ্য করতে পারে না ও।
তবে এটাই বাঁচোয় ওর ঠোঁটের কোণে হাসিটা অদৃশ্য হয়নি এতো কষ্টের মধ্যেও যা বলে দেয় আমাকে ও কতটা ভালো বাসে। কিন্তু বেলিফুলে মালার হাসিতে মরচে ধরেছে এখনি।
,,,,
