STORYMIRROR

Mampi Chatterjee

Abstract Others

2  

Mampi Chatterjee

Abstract Others

অবুঝ মন( প্রম্পট 14)

অবুঝ মন( প্রম্পট 14)

1 min
443


বাইরে প্রচন্ড ঝড়, বৃষ্টি চলছে। রাস্তায় লোকজন খুব কম। খুব প্রয়োজন ছাড়া কেউ বোধহয় এই দুর্যোগে বাইরে বেরোবে না। আর গাড়ি ও তেমন নেই রাস্তায়। রাস্তায় বৃষ্টির জলে ভিজে থাকা ছোট কুকুর ছানাটাকে কারুর নজরে পড়ছে না।সবাই নিজের কাজে ব্যাস্ত। কিন্তু সজল থেকে পাশের বাড়ির কুকুরটা এতো চিৎকার কিরেছে কনো! কৌতূহলে জানলায় তাকিয়ে দেখলাম ও রাস্তার দিকে তাকিয়ে আছে আর চিত্যার করছে। রাস্তায় চোখ পরায় বুঝলাম ও যার জন্য এমব করছে। তক্ষুনি ইর বন্ধুকে গরম কাপড় জড়িয়ে আমার বাড়ি নিয়ে এলাম । আর একজনের আর্তনাদ ও বন্ধ হলো।


Rate this content
Log in

Similar bengali story from Abstract