আপডেটস
আপডেটস
প্রিয় ডায়েরি ,
১১ই এপ্রিল :
দিনের শুরু হলো চিঁড়ে , গুঁড়ো দুধ ও মুড়কি দিয়ে । বেলায় ফেলুদাকে স্কেচবন্দী করলাম । তারপর যা হলো পয়েন্ট বাই পয়েন্ট :
১. ১১ টায় মুখ্যমন্ত্রীদের সাথে প্রধানমন্ত্রীর মিটিং
২. মুম্বাইয়ের ভয়াল অবস্থা
৩. কিছু জায়গায় এখনও বেয়াদপি করে লকডাউন ভাঙ্গার ছবি
৪. গ্রোঠ কার্ভ ক্রমশ ইতালিকে ফলো করছে
৫. মিটিংশেষে মোটামুটি ৩০ শে এপ্রিল অবধি লকডাউনের ইঙ্গিত
৬. রাজ্যের কিছু হটস্পট চিহ্নিতকরণ ও সেখানে সম্পূর্ণভাবে বন্ধ
৭. ১০ই জুন অবধি স্কুল , কলেজ বন্ধ
৮. আমেরিকায় উর্ধ্বমুখী মৃত্যুরেখা
৯. দেশে রেকর্ড ৪০ জনের মৃত্যু একদিনে
১০. আরও আরও আরও আরও ...
আর দিতে পারলাম না মনকেমনের আপডেট । শুধু বলি , আপনি ঘরে হলে করোনাও বাইরে । ঘর থেকে বসে লাইভ শো হচ্ছে , এমন নজিরও দেখলাম খবরে । এই বছর আর কী কী যে আমাদের জন্য উপহার আনবে সেটাই দেখার কিন্তু সাথে প্রশ্ন আপনিও উপহার পাবেন বলে কতখানি আঁকপাঁক করবেন ।