আজ যে চরক
আজ যে চরক


প্রিয় ডায়েরি ,
১৩ই এপ্রিল :
সকাল কেটে গেলো দ্রুত । অলস শরীরে বসে পড়লাম ল্যাপটপের সামনে । টুকটাক করে বিকেল হয়ে গেলো ।
চলতি গল্পটার আরেকটুখানি এগোলাম ।
আমার প্রিয় সিরিয়াল একসময়ের , " ওগো বধূ সুন্দরী " এর একটা পর্ব দেখলাম । রীতাভরি চক্রবর্তীর ওই বাবা মার প্যাম্পারড মেয়ের অহঙ্কারী অভিনয়টা দারুণভাবে ফুটে উঠেছে ।
এবার হয় আরেকটু টিভি বা ওয়েবসিরিজ নিয়ে বসবো । স্কেচ নিয়েও বসতে পারি । ওয়াটসঅ্যাপে গল্পও করতে পারি । অনেক অপশন । কানের সামনে যেন খবরের চ্যানেলগুলো মৃত্যুদূত হয়ে বলছে , " আজ আরও কজনকে নিয়ে গেলাম , আরও নিয়ে যাবো , আরো । "
এতকিছুর মধ্যে ভুলেই গেছি আজ চরক । সেই হুতোমের নকশাতেও যার গল্প রয়েছে সেই বিডন স্ট্রীট এলাকার চরক জীবদ্দশায় প্রথমবারের জন্য বন্ধ দেখলাম । পয়লা বৈশাখ যে এভাবে কাটবে কল্পনাতেও ভাবিনি ।