আধ্যাত্মিকতা
আধ্যাত্মিকতা


আজ তেরো বছরের রবি তার বাবার কাছে আধ্যাত্মিকতার অর্থ জানতে চায়। রবির বাবা বলেন- "আধ্যাত্মিকা একটা অনুভূতির অভিজ্ঞতা। আমাদের মধ্যে আত্মার বাস। এর জন্য কোনো ধর্মালম্বী হওয়ার প্রয়োজন আবিশ্যিক নয়। আমাদের আত্মার সাথেই রয়েছে দেহের সম্পর্ক, মনের অনুভূতির সম্পর্ক। আর এই সব মিলিয়ে যে শিক্ষা তা আধ্যাত্মিকতা। উদাহরণস্বরূপ বলা যায়, আমরা যদি কোনো কিছুকে সত্য বলে মেনে নেই, তাহলে আমরা তার জন্য আর কিছু অনুসন্ধান করবো না। কিন্তু কোনো সত্যকে যাচাই করার জন্য যদি অনুসন্ধান করি, তাই হল আধ্যাত্মিকতা।"