AYAN DEY

Abstract Others

2  

AYAN DEY

Abstract Others

৩রা মে অবধি

৩রা মে অবধি

1 min
195


প্রিয় ডায়েরি ,

১৪ই এপ্রিল :

আজ সকালে আবার উঠলাম , ৭ টায় কাজে বসলাম । চিঁড়ে দুধ খেলাম ... 

আরে দাদা ! একটা অভিবাদনও দিলেন না ! নিজের রুটিন বলতে লেগেছেন আবার ।

কীসের অভিবাদন ? আজ তো কোনো কল টল ছিলো না । হ্যাঁ মোদিজী ১০টায় এসে আমাদের ধৈর্য্যকে অভিবাদন দিলেন ।

দাদা , আজ নববর্ষ শুরু হলো ... ভুলে গেলেন ।

আরে হ্যাঁ তো । শুভ নববর্ষ সবাইকে । আর দোষ কী বলুন , ২৫ বছরে এই প্রথম চরক ঘুরছে না , এই প্রথম চৈত্র সেলের ভীড় লোপাট ... নববর্ষ মনে থাকে ?

তা বটে ।

বটে নয় তাই-ই । হাসপাতালে ডেডবডি পড়ে পচছে , টেস্ট হচ্ছে না , মানুষ মারাই যাচ্ছে ... এরকম নববর্ষ কোনোদিন দেখিনি । এমতাবস্থায়ও কাঁটাতারে চলছে গুলি । ওয়াহ রে মসহব , ওয়াহ । মন ভালো নেই । মন ভালো থাকতে পারে না । কষ্টে , দু়ঃখে খেতে ইচ্ছে নেই । আপনারা যত পারেন লকডাউন অমান্য করুন , আরও আরও আক্রান্ত বাড়ুক । 

তখন নবারুণ ভট্টাচার্যের মতো আপনি " এ মৃত্যু উপত্যকা আমার দেশ না " বললেও যমের হাদি ছাড়া কিচ্ছু জুটবে না কপালে । ৩রা মে অবধি বেড়েছে... গা জোয়ারি করলে ও বেড়েই যাবে বাড়তেই থাকবে । কী বাড়বে ... জানি না স্যার ।


Rate this content
Log in

Similar bengali story from Abstract