Sourya Chatterjee

Abstract Inspirational

4.0  

Sourya Chatterjee

Abstract Inspirational

145 নট আউট

145 নট আউট

1 min
418


বারবার দিশেহারা হয়ে ফিরে যাচ্ছে বোলাররা।

এবার কি আউট!!!!! নাঃ। ক্লান্তিহীন ভাবে ব্যাট করে চলেছে ও। মুখে চওড়া হাসি। সব বলই ব্যাটের মাঝে লেগে চার ছয়ের রংমশাল।


ক্যাপ্টেন, কোচ, বিপক্ষ দলের বাঘা বাঘা বোলাররা মিলে আলোচনায় ব্যস্ত। উইকেট চাই। কপালে চিন্তার ভাঁজ। কোনো strategy, কোনো statistics, কিছু কাজ করছে না।


আর ওদিকে দ্যাখো। ও!! একটু বাঁকা হাসি হেসে শরবতে চুমুক দিলো। 


আর কিছুক্ষন পরেই দেড়শ টপকাবে। তারপর দুশো, তিনশো………… কোথায় গিয়ে থামবে বুঝতে পারছে না। 


মাথা নিচু করে বসে আছে বিপক্ষ টিমের অধিনায়ক। ম্যাচ ক্রমশ হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে।


আর সেই পরাক্রমশালী বোলাররা যাদের তান্ডবে অন্যান্য ব্যাটসম্যানরা ভয়ে তটস্থ সেইসব বোলাররা কেউ কেউ মনে মনে সর্বশক্তিমান কে ডাকছে।


লড়তে হবে বন্ধু। জিততে হবে। কোটি কোটি দর্শক তোমাদের উপর নিজেদের বিশ্বাস, ভরসা, স্বপ্ন, ভালোবাসা সব উজাড় করে দিয়েছে। তোমরা লড়ে চলো বন্ধু। ওকে আউট করতেই হবে। ১৫০ এর গন্ডি পেরোলেও ওকে ২০০ করতে দেওয়া চলবে না। 


করোনা তার রাজত্ব চালাচ্ছে আজ ১৪৫ দিন।


Rate this content
Log in

Similar bengali story from Abstract