STORYMIRROR

Siddhartha Singha

Classics

2  

Siddhartha Singha

Classics

যুদ্ধ

যুদ্ধ

1 min
678


যুদ্ধ যদি করতেই হয়, একটা মিছিমিছি যুদ্ধ করুন।

সশব্দে ফাটান চকলেট, কালীপটকা, রকেট, তুবড়ি

বাতাস না-হয় একটু বিষাক্তই হল।


যুদ্ধের পর তো আবার আরেক যুদ্ধ

যুদ্ধকালীন তৎপরতায় আর্তের সেবায় ঝাঁপিয়ে পড়া

তড়িঘড়ি নতুন নতুন সাঁকো, ক্ষয়ে যাওয়া রাস্তাঘাট মেরামত

একচিলতে জমি পেলেও সযত্নে দানা পুঁতে দেওয়া

নবজাতকের জন্য রেখে যাওয়া যুদ্ধের বিধ্বস্ত ছবি, ছুঁচোলো অক্ষরের বর্ণনা


যুদ্ধের পর তো আরেক যুদ্ধ

পরের রক্ত ঝরানো নয়, নিজের রক্তকে ঘাম করার যুদ্ধ

সেই যুদ্ধে মেতে উঠতে পারে যে

সে-ই তো প্রকৃত যোদ্ধা


যুদ্ধ যদি করতেই হয়, সকালবেলা একটা মিছিমিছি যুদ্ধ করুন, দেখি।


Rate this content
Log in

Similar bengali poem from Classics