যে আমার একান্তই আমার
যে আমার একান্তই আমার
প্রাপ্তি মানুষকে সব সময় খুশি করে তা যতই ছোটো হোক না কেন। সবার মতো আমিও খুশি হই কোনও কিছু পেলে। জীবনে এরকম পাওনার সংখ্যা ও অগুনতি। তার মধ্যে সেরা বাছতে গেলে প্রথমেই যেটা মনে আসে আমার মাতৃত্ব প্রাপ্তি, আমার প্রথম সন্তানের জন্ম আর তাই নিয়েই এই কবিতা.....
যে আমার একান্তই আমার
একটা অদ্ভুত অবর্ণনীয় মিষ্টি সুন্দর অনুভূতি, ভাষাতীত!
কি অসীম রোমাঞ্চ,কতো ভরে ওঠা!
বুকে ধুকপুক,মনে আকাঙ্ক্ষা, অধৈর্য অপেক্ষা,
বেশ কিছুদিন ধরেই,দিন যেন কাটেনা!
আসবে আসবে,কেমন হবে সে!
কবে দেখতে পাবো তাকে,
পাবো তার কোমল স্পর্শ!
কান শুনবে তার কান্না!
চোখ দেখবে তাকে অপলকে..
অপেক্ষার অবসান হলো এক ভোরে,
আমার কোল জুড়ে এলো সে!
আমার দুচোখ ভরে উঠলো জলে!
আমার সৃষ্টি, আমার ছায়া, আমারই অংশ!
আমার একান্তই আমার,আমার আত্মজা!!