প্রতিমা
প্রতিমা


ওহে ঋষি, ওগো মহান মানুষ!
কিছু প্রশ্ন তোমার কাছে!
আজকের দিনের উমারা কেন গো,
ফুটপাথে বসে আছে!
দ্রৌপদী তারা কিংবা জানকী,
তবু লাঞ্ছনা পদে পদে!
তোমরা সাজাও সোনার সে তরী,
তারা নির্জনতায় কাঁদে।
উঠবে যেদিন প্রতিবাদে তারা
ঝলসে উঠবে রাগে,
লাঞ্ছনারই যোগ্য জবাব
দেবে নীরবতা আর ত্যাগে!
তবু প্রশ্ন রাখি তোমার কাছেতে,
কতো দায়ভার নিয়ে চলি!
বোধনের আগেই তোমার 'প্রতিমা',
কেন হলো বিসর্জনের 'বলি'!!