আমি আর বৃষ্টিতে ভিজিনা
আমি আর বৃষ্টিতে ভিজিনা
আকাশ ভেঙে সে নামছে আমার কাছে,
চারিপাশ ভিজছে নতুন কিছুর আশায়!
আগে আমিও ভরে উঠতাম একরাশ খুশিতে,
কখনও উচ্ছলতায়,কখনওবা ব্যাথায়।
ভিজতাম প্রানভরে,যেভাবে সে ভেজাতে চায়!!
কিন্তু আজ আমি আর ভিজিনা...
ভিজতাম তো তোমার কাছে সবসময়!
তোমার আদরে সোহাগে, ভালোবাসায়!!
সেই বৃষ্টি দিনের নিত্য ভালোলাগায়!
সেসব এখন অতীত স্মৃতির পাতায়।
তবে আর ভিজবো কিসের আশায়??
আমি তাই আর বৃষ্টিতে ভিজিনা.....
কিন্তু একদিন আবার আসবে,
যেদিন তুমি আবার চাইবে ভেজাতে আমায়!
জানোনা তুমি,অনেক দেরী হয়েগেছে!!
চোখ ভিজবে,শরীরও হয়তোবা!
কিন্তু মন! সে আরতো ভিজবেনা,
কারণ,আমিই যে আর বৃষ্টিতে ভিজিনা।।।।।