STORYMIRROR

Kakali Mukerjee

Classics

3  

Kakali Mukerjee

Classics

প্রেম

প্রেম

1 min
687


হে পুরুষ, হে প্রেমিক,

তুমি আছ আমার প্রতিটি নিঃশ্বাসে।

               প্রতিটি বিশ্বাসে।।

সব ভালোলাগায় সকল

                    ভালোবাসায়।।

 তোমার উপস্থিতি,

সে যে কি ভীষণ চাওয়া আমার !!

তুমি জান না তা, সে প্রেম যে অপার।।


তোমার চোখের দৃষ্টি ....

সে আমায় নিয়ে যায় কোন সে সুদূরে।।

সেখানে শুধু ই আনন্দ,,, নেই তো 

            কোনও ছলনার জ্বালা।।


তোমার শরীরের ঘ্রাণ .....

              আমায় এনে দেয় সেই 

      সুখের চাবিকাঠি ।।

যা দিয়ে খোলা যায় পৃথিবীর 

         সব কটা ভালবাসার তালা।


তোমার প্রশস্ত উন্মুক্ত বক্ষ,

       সে যে আমার পরম আশ্রয়স্থল 

সেখানে মাথা রেখে নিশ্চিন্ত হতে চাই আমি,,,,ভরসা পেতে চাই।


তোমার বাহু বন্ধন .....

     সে যে কত দিনের কাঙ্ক্ষিত স্বপ্ন। 

        আমার,,, অধরা।

আজ বুঝি দিল সে আমার কাছে ধরা।।


তোমার চুম্বন ,

           সে তো অপার্থিব স্বর্গীয় 

         এক অনুভূতি ।

জাগায় আমার মনে

       এক সীমাহীন প্রেমের আকুতি।


হে প্রেমিক, হে অনন্ত পুরুষ ....

   তোমার কন্ঠলগ্না হতে চাই আমি ।

তোমার ভালবাসার রামধনু রঙে রাঙাতে চাই নিজেকে।

         হতে চাই সম্পূর্ণ এক নারী।।


Rate this content
Log in

Similar bengali poem from Classics