অগ্নিকন্যা
অগ্নিকন্যা


অগ্নিকন্যা
আমি যাজ্ঞসেনী, আমি দ্রৌপদী,
উঠেছিলাম যজ্ঞের আগুন থেকে!!
তাই বুঝি আমি হলাম দামিনী!!!
এসোনা কাছে আমার...
জ্বালিয়ে পুড়িয়ে আমি করে দেব
সব,সব কিছু ছারখার!!
দেখোনি আমার ক্রোধের আগুন??
যা জ্বালাতে চেয়েছিলাম কুরু রাজসভায়!
তা জ্বললো শেষে হায়, কুরুক্ষেত্রে!!!
তবু জ্বললো তো,নিভতে দিইনি,
নিভতে দেবো না সে আগুন!!
তাই তো ঘুরি সদা এলোচুলে...
সে চুল যেন বিদিশার নিশা!
তা বাঁধবো তবেই কবরীবন্ধনে,
যবে দুঃশাসনের রক্তে রাঙাবো তাকে!!
আমি যাজ্ঞসেনী,বুনে দিয়ে যাবো,
সেই বীজমন্ত্র! প্রতিটি নারীর বুকে,
প্রতিবাদে যেন গর্জে ওঠে তারা।
প্রতিনিয়ত অজস্র অন্যায় অপরাধে,
মুখর হয় তারা,ধর্মযুদ্ধে মাতে!
জয় আসবেই যদি থাকে ন্যায়ের পথে।।