ফেরা
ফেরা


বেঁধেছিলে নৌকাখানা আমার ঘাটে!
রইলে কদিন সকাল সন্ধ্যা জুড়ে!!
কইলে কথা নীরব রাতের পরে,
বাইলে তরী নাম না জানা ভোরে।
হয়তো তোমায় ডাকলো নতুন দেশে,
তাইতো নৌকা দিলে যে পাল তুলে!
যাবার বেলায় চাইলে না একবারও!!
যে ঘাট ছেড়ে নৌকা দিলে খুলে।
তোমার এমনি ধারা আমার জানা,
তবুও জায়গা দিই আমারই ঘাটে!!
জানি তোমার ভ্রমণ সাঙ্গ হলে;
ফিরবে আবার তোমার আপন ঘাটে ||