STORYMIRROR

Kakali Mukerjee

Romance

3  

Kakali Mukerjee

Romance

কি চাও

কি চাও

1 min
597


আমার ছায়ায় বসতে চাও তুমি?

হালকা শীতের মিঠে রোদ্দুরে!

মাথার ওপর অমলতাসের নরম আদর!

আর মখমলি ঘাসের সবুজ গালিচাতে!


আমার সাথে হাঁটতে চাও তুমি??

শেষ বিকেলের সেই নীরব হাতছানি!

ওই যে দূরে কাঞ্চনজঙ্ঘা র চূড়া,

পাইনের সারি বাধা পথে!!


আমার দীঘল চোখে হারাতে চাও তুমি???

আলো আঁধারি ভরা জারুলের জঙ্গলে!

মায়াময় ছায়াময় সেই নিশ্চিন্ত গহীনে!

সেখানে টলটলে দীঘিজল ডাকে!!!


আমার বুকে কাটাতে চাও তুমি????

শত সহস্র বছর নিবিড় আলিঙ্গনে!

এ অধরে ওষ্ঠ মেলাও তবে,

সহবাস চাও যদি বিশ্বাসের অজানা অঙ্গনে...


Rate this content
Log in

Similar bengali poem from Romance