STORYMIRROR

Kakali Mukerjee

Abstract

3  

Kakali Mukerjee

Abstract

আমি হেঁটে চলেছি

আমি হেঁটে চলেছি

1 min
674



আমি পথ চলছি হাজার বছর ধরে!

জঙ্গল বাড়ি মানুষ আসছে,সরে সরে যাচ্ছে!

তারমধ্যে কোনো কোনো চোখ বড়ো উজ্জ্বল,

জ্যোতিষ্কর মতো তারা ছড়িয়ে আছে,

ছড়িয়ে আছে আকাশে বাতাসে আকাশগঙ্গায়.....


তবুও আমি হেঁটে চলেছি হাজার বছর ধরে!

কোথাও মহীরূহের গোড়াতেই দেখি 'রন্ধ্র' !

আবার কখনো চারাগাছেই অপার আনন্দ!

বিস্তীর্ণ নদীখাত শুকিয়ে যায় হঠাৎ করেই!

আবার ঝর্ণা ধারাতেও মাঝে মাঝে বান এসে যায়!!!


তাই আমি বয়ে চলেছি হাজার বছর ধরে,

লক্ষ্য স্থির মন অস্থির তবু স্বপ্ন দুচোখ জুড়ে!

দেশ কাল সমাজ সব গর্জে ওঠে প্রতিবাদে,

সাহস কতো! 'ক্ষুদ্র নারী'! হাহাকার ওঠে,

এতো কিছুর পরেও বুকে রক্ত কমল ফোটে!!!

            

               


Rate this content
Log in

Similar bengali poem from Abstract