জন্ম মৃত্যু
জন্ম মৃত্যু


(বিষয় জন্ম মৃত্যু)
আমাদের হাতে তো নেই কিছু!
আমরা শুধু তাঁর হাতের পুতুল হয়েই থাকি,
আনার হলে তিনিই আনেন মোদের,
আবার নেবার হলে তিনিই নেবেন ডাকি।
তবু আমরা স্বপ্ন দেখি কতো!
ভাবি কতই আমরা জীবন ধরে!
হবার যখন সাঙ্গ হলে খেলা,
তখন কি আর ফিরবো হেথায় ওরে!!