STORYMIRROR

Nikhil Mitra Thakur

Classics

4  

Nikhil Mitra Thakur

Classics

যদি শুধরে যাই

যদি শুধরে যাই

1 min
381

যদি শুধরে যাই

২৩/৫/২৩


প্রকৃতির কাছে করেছি বড় ঋণ,

এই অসহ্য গরমের বোঝা,

বইতে হচ্ছে আমাদের প্রতিদিন।

লাগিয়ে গাছ ভরে দিন আশপাশ,

ক্রমে ক্রমে শোধ হবে ঋণ,

কমে যাবে গরমে কষ্টের হাঁসফাঁস।।


আকাশ ভরা মেঘ দেবে বৃষ্টি ঝেপে,

নদী-নালা বইবে ভাসিয়ে কুল,

ফুলে ফলে ক্ষেত খামার যাবে ঢেকে।

সসাধরা এ পৃথিবী আবার হবে সবুজ,

সুস্বাস্থ্য বাসা বাঁধবে দেহে,

যদি শুধরে যাই আমরা মানুষ অবুঝ।।


Rate this content
Log in

Similar bengali poem from Classics