STORYMIRROR

Sipra Debnath

Romance Fantasy

4  

Sipra Debnath

Romance Fantasy

যদি দেখা হয়

যদি দেখা হয়

1 min
231

হঠাৎ যদি দেখা হয়ে যায় 

কোন এক সন্ধ্যায়

চৌরাস্তার মোড়ের মাথায়

অথবা বাজারের কোন এক গলিতে

কিংবা কোন পূজামণ্ডপের ভিড়ে

আসবি কি তুই আমার কাছে দৌড়ে

ভাসবি কি তুই আঁখি নীড়ে?

নাকি একগাল হেসে দিয়ে

ধরবি বুকে জড়িয়ে?

বলবি আগে বল দেখি আছিস কেমন

ধরে কি রেখেছে আমায় এখনও তোর মন?

ঐ! নাকি না দেখার ছল করে না চেনার ভান ধরে চলে যাবি এগিয়ে আমাকে এড়িয়ে

নাকি মনে মনে বলবি লাভ কি বিপদ বাড়িয়ে?

আচ্ছা ধর দেখা হলো তখন বসন্ত নয়

তবু কি ফুটবে পলাশ শিমুল অথবা বকুল 

তোর হৃদয় চাতালময়! নাকি মনে ভেবে নিবি

ধেৎতেরি! তোর মতো পাগলকে আগল দিয়ে

কে খোয়াবে নিজের জাত-মান-কুল।


Rate this content
Log in

Similar bengali poem from Romance