যদি দেখা হয়
যদি দেখা হয়
হঠাৎ যদি দেখা হয়ে যায়
কোন এক সন্ধ্যায়
চৌরাস্তার মোড়ের মাথায়
অথবা বাজারের কোন এক গলিতে
কিংবা কোন পূজামণ্ডপের ভিড়ে
আসবি কি তুই আমার কাছে দৌড়ে
ভাসবি কি তুই আঁখি নীড়ে?
নাকি একগাল হেসে দিয়ে
ধরবি বুকে জড়িয়ে?
বলবি আগে বল দেখি আছিস কেমন
ধরে কি রেখেছে আমায় এখনও তোর মন?
ঐ! নাকি না দেখার ছল করে না চেনার ভান ধরে চলে যাবি এগিয়ে আমাকে এড়িয়ে
নাকি মনে মনে বলবি লাভ কি বিপদ বাড়িয়ে?
আচ্ছা ধর দেখা হলো তখন বসন্ত নয়
তবু কি ফুটবে পলাশ শিমুল অথবা বকুল
তোর হৃদয় চাতালময়! নাকি মনে ভেবে নিবি
ধেৎতেরি! তোর মতো পাগলকে আগল দিয়ে
কে খোয়াবে নিজের জাত-মান-কুল।

