STORYMIRROR

Nikhil Mitra Thakur

Romance

4  

Nikhil Mitra Thakur

Romance

যদি ভালোবাসা আটকে পড়ে নীরবতায়

যদি ভালোবাসা আটকে পড়ে নীরবতায়

1 min
13


যদি ভালোবাসা আটকে পড়ে নীরবতায়

নিখিল মিত্র ঠাকুর

১১/১/২৪


যদি ভালোবাসা আটকে পড়ে নীরবতায়

তবে সে পথ হারায় ধাঁধায়,

তাকে কি ভালোবাসা বলা যায়?

যদি ক্লান্তিতে প্রেম থেমে যায় রাস্তায়

আর ভালোবাসা দিশা হারায়,

তাকে কি ভালোবাসা বলা যায়?

যদি ভালোবাসা কিছু উদাসীন আলাপ হয়

তবে স্বার্থপরতা পথ আটকায়

ভালোবাসা যায় কোথায়?

যদি ভালোবাসা শুধু শুধুই অভিযোগ হয়,

তবে,বুঝে দেখো প্রশংসা কত নিরুপায়।


যদি প্রতিদিন সেই ঝগড়া বিবাদ পীড়া দেয় 

যদি অজুহাত গুলো কারণ হয়ে নাড়া দেয়

যদি দেখা না হলে অভিশাপ ঝরে পড়ে

যদ

ি ভালোবাসা না থাকে কারো অন্তরে,

তবে জমানো আদরও অভিসন্ধি মনে হয়।


যদি পরস্পর দোষারোপ কেড়ে নেয় অধিকার

তবে মিলনের সব অভিসার হয়ে যায় অসার 

যদি ঠোঁটে মুচকি হাসি খেলে বিদ্রূপের সুরে 

তবে কিছু কি থাকে ভালোবাসা গিয়ে দূরে?

যদি ভালোবাসা দূরে গেলে মরে যেতে হয়,

তবে ভালোবাসা ফিরে এলে কেন জেদ হয়

স্মৃতিগুলো আবর্জনার পাহাড় মনে হয়।


যদি ভালোবাসা আটকে পড়ে নীরবতায়

তবে সে পথ হারায় ধাঁধায়,

তাকে কি ভালোবাসা বলা যায়?

যদি ক্লান্তিতে প্রেম থেমে যায় রাস্তায়

আর ভালোবাসা দিশা হারায়,

তাকে কি ভালোবাসা বলা যায়?



Rate this content
Log in

Similar bengali poem from Romance