শান্তির সাধনা
শান্তির সাধনা
সাগরের বুকে যেমন অহরহ আসে ঢেউ,
তেমনি সমস্যা আসে মানব জীবনে,
এড়িয়ে যেতে পারেনা কেউ,
এগিয়ে গিয়ে সামনে,
করো সমাধান।
সমাধান করা যেতে পারে দুটি পথে,
যুদ্ধ কিম্বা শান্তির হাত ধরে,
কেউ চড়লে যুদ্ধের রথে,
অকাতরে মানুষ মরে,
বাড়ে ব্যবধান।
শান্তির পথে হাঁটে যখন মানব জাতি,
জগৎ হয় মানবতার মিলন তীর্থ,
ঘটে চলে সভ্যতার প্রগতি,
প্রচেষ্টা হয়না ব্যর্থ,
ঘটে উন্নয়ন।
করলে যুদ্ধ এবং শান্তির মধ্যে তুলনা,
শান্তির সাথে থাকে শুভ কামনা,
যুদ্ধে ঘটে অবিচার বঞ্চনা,
তাই করে প্রার্থনা,
শান্তির সাধনা।
